যুক্তবর্ণ কাকে বলে? যুক্তবর্ণ লেখার নিয়ম

যুক্তবর্ণ কাকে বলে?

দুই বা তার অধিক ব্যঞ্জনবর্ণের সংযুক্ত রূপ বা সমষ্টিকে যুক্তবর্ণ বলে। যেমন জ্ঞ = (জ্+ঞ), উদাহরণ বিজ্ঞান, অজ্ঞান, সংজ্ঞা ইত্যাদি।

দুই বা তার অধিক ব্যঞ্জনধ্বনির মধ্যে কোন স্বরধ্বনি না থাকলে, এবং যুক্তব্যঞ্জনধ্বনির দ্যোতনার জন্য দুটি বা অধিক ব্যঞ্জনবর্ণ একত্র হয়ে সংযুক্ত বর্ণ গঠিত হলে তাকে যুক্তবর্ণ বা যুক্তাক্ষর বলে। 

যুক্তবর্ণ কাকে বলে? যুক্তবর্ণ লেখার নিয়ম, azhar bd academy

যুক্তবর্ণ লেখার নিয়ম

  • জ্ঞ = (জ্+ঞ), যেমন- বিজ্ঞান, জ্ঞান, সংজ্ঞা।
  • ঞ্চ = (ঞ্+চ), যেমন- পঞ্চম, অঞ্চল, সঞ্চয়, পাঞ্চ।
  • ঞ্ছ = (ঞ্+ছ), যেমন- বঞ্চিত, বাঞ্ছনীয়।
  • ঞ্জ = (ঞ্+জ), যেমন- কুঞ্জ, গঞ্জ।
  • ঞ্ঝ = (ঞ্+ঝ), যেমন- ঝঞ্ঝাট, ঝঞ্ঝা।
  • হ্ন = (হ্+ন), যেমন- মধ্যাহ্ন, পূর্বাহ্ন, বহ্নি, চিহ্ন।
  • হ্ণ = (হ্+ণ), যেমন- অপরাহ্ণ।
  • হৃ = (হ্ + ঋ), যেমন- হৃদয়, হৃদপিণ্ড।
  • হ্ম = (হ্+ম), যেমন- ব্রাহ্মণ।
  • ঙ্ক = (ঙ্+ক),  যেমন- কঙ্কাল, অঙ্ক, লঙ্কা।
  • ঙ্খ = (ঙ্ + খ), যেমন- শৃঙ্খল, শঙ্খচিল।
  • ঙ্গ = (ঙ্ + গ), যেমন- বঙ্গ, অঙ্গ, রঙ্গশালা, মঙ্গল, সঙ্গীত।


  • ঙ্ঘ = (ঙ্+ঘ), যেমন- সঙ্ঘ, লঙ্ঘন।
  • চ্চ = (চ+চ), যেমন, উচ্চারণ, উচ্চ।
  • চ্ছ = (চ+ছ), যেমন- উচ্ছেদ, প্রচ্ছদ, উচ্ছৃঙ্খল, উচ্ছল।
  • জ্জ = (জ্+জ), যেমন- উজ্জীবিত।
  • জ্ঝ = (জ্+ঝ), যেমন- কুজ্ঝটিকা।
  • ক্ক = (ক্+ক), যেমন- পরিপক্ক, পাক্কা, ছক্কা, চক্কর।
  • ক্ত = (ক্+ত), যেমন- পোক্ত, শক্ত, বিষাক্ত, রক্ত, আক্তার।
  • ক্স = (ক্+স), যেমন- বাক্স, রিক্সা।
  • ক্ষ = (ক্+ষ), যেমন- রক্ষা, কক্ষ, শিক্ষা, দীক্ষা, পরিক্ষা, নিরিক্ষা।
  • ট্ট = (ট্+ট), যেমন- চট্টগ্রাম, অট্টালিকা, ভট্টাচার্য, চট্টোপাধ্যায়।
  • ড্ড = (ড্+ড), যেমন- উড্ডয়ন, গড্ডালিকা।
  • ণ্ট = (ণ্+ট), যেমন- ঘণ্টা, বণ্টন।
  • ন্ট = (ন্+ট), যেমন- ফ্যান্টাসি।
  • ত্ত = (ত্+ত), যেমন- উপাত্ত, সত্তা, উত্তম, বিত্ত, চিত্ত।
  • ত্থ = (ত্+থ), যেমন- উত্থান, অভ্যূত্থান, উত্থিত।
  • ত্ব = (ত্+ব), যেমন- সর্বাত্বক, ত্বক।
  • ত্ন = (ত্+ন), যেমন- রত্ন, রত্না।
  • ত্য = (ত্+য-ফলা), যেমন- প্রত্যক্ষ, প্রত্যেক।
  • ত্ম = (ত্+ম), যেমন- আত্মা।
  • দ্দ = (দ্+দ), যেমন- উদ্দাম, উদ্দীপক, চৌদ্দ, উদ্দেশ্য।
  • দ্ধ = (দ্+ধ), যেমন- উদ্ধার, বিদ্ধ, উদ্ধত, পদ্ধতি, উদ্ধৃত।
  • দ্ভ = ((দ্+ভ), যেমন- উদ্ভাসিত, উদ্ভব, উদ্ভিদ।
  • ন্ন = (ন্+ন), যেমন- অন্ন, অভীন্ন, ভিন্ন, ছিন্ন।
  • ন্ম = (ন্+ম), যেমন- জন্ম, আজন্ম, বেজন্মা।
  • ন্ত = (ন্+ত), যেমন- অন্ত, দন্ত।
  • ন্দ = (ন্+দ), যেমন- আনন্দ, অভিনন্দন, নন্দনতত্ত, নন্দিনী।
  • ন্ড = (ন্+ড), যেমন- জেন্ডার, ভন্ড।
  • ণ্ঠ = (ণ্+ঠ), যেমন- কণ্ঠ, উপকন্ঠ।
  • ন্ধ = (ন্+ধ), যেমন- বন্ধু, বন্ধন, রন্ধন, সন্ধান।
  • দ্ব = (দ্+ব), যেমন- দ্বার, দ্বাদশ, দ্বিতীয়, দ্বীন, দ্বন্ধ।
  • ব্দ = (ব্+দ), যেমন- অব্দ, শব্দ, জব্দ।
  • দ্ম = (দ্+ম), যেমন- পদ্মা।
  • প্ত = (প্+ত), যেমন- সুপ্ত, রপ্ত, সমাপ্ত, বিক্ষিপ্ত,ব্যপ্তি, লিপ্ত।
  • প্স = (প্+স), যেমন- লিপ্সা।
  • ল্ক = (ল্+ক), যেমন- গল্প, উল্কা, উল্কাপিণ্ড।
  • ল্ব = (ল্+ব), যেমন- বাল্ব।
  • ল্প = (ল্+প), মেন- অল্প, বিকল্প, অনুকল্প।
  • ল্গ = (ল্+গ), যেমন- ফাল্গুন।
  • ল্ট = (ল্+ট), যেমন- উল্টা-পাল্টা।
  • ষ্ক = (ষ্+ক), যেমন- বহিষ্কার, উষ্ক-শুষ্ক।
  • স্ক = (স্+ক), যেমন, পরিস্কার, পুরস্কার স্কুল, স্কন্ধ, স্কাউট।
  • স্প = (স্+প), যেমন- স্পষ্ট, স্পন্দন, স্পর্ধা।
  • স্ফ = (স্+ফ), যেমন- প্রস্ফুটিত, স্ফটিক।

Do not enter any harmful link

একটি মন্তব্য পোস্ট করুন

Do not enter any harmful link

Post a Comment (0)

নবীনতর পূর্বতন